গান্ধিজী বলতেন-
“যারা ধর্মকে রাজনীতি থেকে পৃথক করতে বলে তারা ধর্মও বোঝেনা রাজনীতিও বোঝেনা”
সঞ্জীব চৌধুরী লিখেছেন-
“সৎ রাজনীতি হচ্ছে ধর্মের ইহলোক ভিত্তিক কর্মকান্ডের অনুপম বহিপ্রকাশ।। বাংলাদেশের মানুষ ধর্মের আশ্রয়ে থেকে রাজনীতিসহ সব কাজ করতে অভ্যস্ত। এটা আবহমান বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতি বিকৃত করার যে কোন চেষ্টা বাংলা নামের দেশটির মূলে কুঠারাঘাত করবে।”
সংগৃহীত।