সায়্যিদ হোসাইন ::
আজ সন্ধ্যায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নাজমুল হক নদভী স্যারের সাথে দেখা করলাম। বিভিন্ন বিষয়ে তাঁর সাথে আলোচনা হয়েছে। কথা প্রসঙ্গে কওমী মাদরাসার শিক্ষার্থীদের সার্টিফিকেট বিষয়েও আলোচনা হল। তিনি বললেন, কওমী মাদরাসায় যারা দাওরায়ে হাদিস পাশ করেছে, তাদেরকে আমরা হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ দিচ্ছি।
২০০৮ সালে সরকার এ ব্যাপারে একটা বিল পাশ করেছে। এতে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কওমী মাদরাসার দাওরায়ে হাদিসের সার্টিফিকেট দিয়ে ইসলামী বিষয়ে অনার্সে ভর্তি করার কথা বলা হয়েছে। আমরা এতদিন এটা বাস্তবায়ন করিনি। আমি যেহেতু কওমী মাদরাসার ছাত্র, তাই অনেক প্রচেষ্টার মাধ্যমে এটা বাস্তবায়নের উদ্যোগ নিলাম। দুয়েক বছর আগে এটা চালু করলাম। যাতে কওমী মাদরাসার যেসব ছাত্রের সরকারি কোন সার্টিফিকেট নেই, তাদের জন্য উপকার হয়।
কওমী শিক্ষার্থীরা এই সুযোগটা গ্রহণ করতে পারেন। পূর্ণ তথ্য জানতে নিচের ছবি দু’টি ডাউনলোড করে দেখতে পারেন।