কমাশিসা ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরির উদ্যোগে বিক্ষোভ মিছিলের একংশ। গ্যাস ও বিদ্যুৎ বিল বাড়ানোর প্রতিবাদে আজ নগরির প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ অনুষ্টিত হয়। বক্তাগন অনতি বিলম্বে নতুন বিল বাড়ানো পরিকল্পনা থেকে সরে এসে তা বাতিলের জন্য সরকারের কাছো জোর দাবি জানান।
