রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:১৮
Home / শিক্ষাঙ্গন / কওমী মাদরাসা ও তার বিরোধীদের নিয়ে কবিতা

কওমী মাদরাসা ও তার বিরোধীদের নিয়ে কবিতা

তোমার জন্য দুঃখ হয়

লিখেছেন: মানসূর আহমাদ

12023173_407181992826149_311683164_nতোমার জন্য দুঃখ হয়-

হে কওমি মাদরাসা!

শকুনের চোখগুলো এখনো তোমার

থেকে লক্ষভ্রষ্ট হয়নি!

এখনো থামেনি বুঝি হায়েনার

চেঁচামেচি-চিৎকার!

লোকদের অকুণ্ঠ ভালোবাসা- সমর্থন

পেয়ে তুমি বড় হলে

আস্তে আস্তে ডালপালা ছড়ালে, আর-

তখনি বুঝি সময় এলো

শকুনের ডানা ঝাপটাবার!

তোমার কারণে (!) শকুনের দলের কষ্ট হয়!

আর হায়েনাগুলো দৌঁড়াতে পারে না

ময়দান নেই বলে;

কিন্তু তুমি তো ওদের বাড়া ভাতে

ছাই দাওনি ঢেলে! কেনো তবে দরবার!

বুঝি- হায়েনাগুলো তবু থামবে না

চিৎকার ওরা করবেই,

তাই বলে শকুনের ডানা’র জন্য

আকাশ কি খালি নেই!

পিঁপড়ার ডানা গজানো চিহ্ন মরবার!

তোমার জন্য মায়া লাগে- হে কওমি মাদরাসা!

এখানে প্রতিদিন-

দিন যায় রাত আসে, রাত যায় আসে দিন,

কান পাতলে বাতাসে অহর্নিশ শোনা যায়

তোমার দীর্ঘশ্বাসের বহর!

একে অন্যের সাথে করে দরবার!

ওঠো এবার রুখে দাড়াঁও

আর কতো সহ্য করবে তুমি!

তুমি কি কারো সৃষ্টি নও!

বাতিলের মোকাবেলায় দেখিয়ে দাও-

তোমার সৃষ্টিকর্তার শক্তি।

আর হোঁচট খেয়ো না বারবার!

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...