সিরিয়া ও ইরাকে সক্রিয় সশস্ত্র গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) মক্কা, মদিনা, জেরুসালেম দখলের পরিকল্পনা করছে। তাদের তৎপরতার কারণে রাশিয়া এবং ইউরোপ বিপদে পড়তে যাচ্ছে। এই অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। পুতিন বলেন, পরিস্থিতি খুবই মারাত্মক। মম্কো গ্রুপটির কার্যক্রমে খুবই উদ্বিগ্ন। তারা প্রকাশ্যে মক্কা, মদিনা ও জেরুসালেম দখলের কথা বলেছে। তারা ইউরোপ, রাশিয়া, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অরগানাইজেশন সামিটে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আইএসের মোকাবিলা করার জন্য ভূরাজনৈতিক উচ্চাভিলাষ এড়িয়ে যাওয়া উচিত।
সূত্র : আরটি।
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...