তখন কোথাও কোথাও বৃষ্টি হবে?
কুয়াশার ক্যানভাস ছিঁড়ে ক’ফোটা
আলো কিংবা শিশিরস্নাত লাবন্য!
কোথাও কি ভেঙে যাবে-
স্বগতোক্তির মতো বিদ্রুপ কোলাহল,
থেমে যাবে-
দিগন্তছেঁড়া ন্যাকামীর উম্মাদনা!
মানুষের নকল হলে আমাকে ডাকছে
পূর্বসূরীর শেষ অবলম্বন,
সন্ধ্যামূখী করছে অভিশাপের
গোপন সঙ্কেত।
ক্রমাগত দৌড়ছি আমি,
আর করতলে বেজে উঠে পুঞ্জিভূত সম্বল।