শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৩৯
Home / কবিতা-গল্প / মরমের ছায়া

মরমের ছায়া

index

হুসাইন মুহাম্মদ ফাহিম

হয়তো ঝরে যাবো বসন্ত আসবার আগে,

চলে যাবো ফেরদৌসের নীরব ঈশারায়
বায়োস্কোপে জমা রেখে চোখ।

তখন কোথাও কোথাও বৃষ্টি হবে?
কুয়াশার ক্যানভাস ছিঁড়ে ক’ফোটা
আলো কিংবা শিশিরস্নাত লাবন্য!

কোথাও কি ভেঙে যাবে-
স্বগতোক্তির মতো বিদ্রুপ কোলাহল,
থেমে যাবে-
দিগন্তছেঁড়া ন্যাকামীর উম্মাদনা!

মানুষের নকল হলে আমাকে ডাকছে
পূর্বসূরীর শেষ অবলম্বন,
সন্ধ্যামূখী করছে অভিশাপের
গোপন সঙ্কেত।
ক্রমাগত দৌড়ছি আমি,
আর করতলে বেজে উঠে পুঞ্জিভূত সম্বল।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

ইসলামের পাঁচটি ভিত্তি

মুয়াজ বিন এনাম কালেমা না জানলে কেহ মুমিন হতে পারবেনা মানলে তবে কূ-মন্ত্রনার সমনে কভূ ...