সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৫২
Home / কবিতা-গল্প / ইসলামের পাঁচটি ভিত্তি

ইসলামের পাঁচটি ভিত্তি

মুয়াজ বিন এনাম

কালেমা না জানলে কেহ
মুমিন হতে পারবেনা
মানলে তবে কূ-মন্ত্রনার
সমনে কভূ হারবে না।
পড়লে নামাজ করলে সিয়াম
জায়গা হবে জান্নাতে
হজ্জটা করে চাইলে ক্ষমা
লাভ হবে সেই কান্না তে।
গরীব দেখে যাকাত দিলে
পার তো পাবে হাশরে
তবেই তোমার কবর খানা
তৈরী হবে বাসরে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

৪৩ টি পতিতালয়ের মালিকের লেখা কবিতা কেন আমাদের জাতীয় সঙ্গীত?

ফেসবুকীয় মতামত-:: ঢাকা বিশ্ববিদ্যালয়বিরোধী রবী ঠাকুরের কবিতা কেন আমাদের জাতীয় সঙ্গীত? জাতি তা জানতে চায়…… ...