বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:৪৪
Home / অনুসন্ধান / এই কোমলমতি শিশুদের দ্বীন শিখাবো না ভিক্ষাবৃত্তি শিখাবো?

এই কোমলমতি শিশুদের দ্বীন শিখাবো না ভিক্ষাবৃত্তি শিখাবো?

15855_374030666095407_2808568059058969486_nআব্দুল মুকিত মামুন ::

আমাদের দেশের মাদ্রাসা শিক্ষার পদ্ধতি ও চিত্র। কেউ মাদ্রাসা শিক্ষার নামে ছোট ছোট কোমলমতি শিশুদের গলায় ভিক্ষার ঝুলি দিয়ে মানুষের দ্বারে দ্বারে পাঠিয়ে পরনির্ভরশীলতার প্রশিক্ষণ ও মাদরাসা শিক্ষাকে জাতির সামনে ভিক্ষুকের শিক্ষা হিসেবে উপস্থাপনে ব্যস্ত।
অন্যদিকে আরেক দল মাদরাসা শিক্ষাকে ইহকাল ও পরকালের সমন্বয়ে আধুনিক ও যুগপযুগী সিলেবাসের মাধ্যমে শিশুদেরকে আত্ননির্ভরশীল হিসেবে গড়ে তুলে, ইসলাম শিক্ষাকে ধনী-গরীব সকলের জন্য এবং জাতির প্রয়োজনে পরকালের পাশাপাশি ইহকালের যাবতীয় প্রয়োজন মিঠাতে সক্ষম, তা প্রমাণে বদ্ধপরিকর।

নিচের দৃশ্যগুলো তাই প্রমাণ করে।

12431345_540609006104238_1062470020_n

12421739_540298152801990_1790330483_n

10677418_539373276227811_1614355827_o

12400066_539373259561146_112770287_o

আল্লাহ যেনো আমাদের দেশে ইসলামের পরিপূর্ণ শিক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেন এবং আমাদের সন্তানদেরকে যেনো সে সকল প্রতিষ্ঠানে ভর্তি করতে পারি, সে তাওফিক দান করেন। আমীন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...