আমাদের দেশের মাদ্রাসা শিক্ষার পদ্ধতি ও চিত্র। কেউ মাদ্রাসা শিক্ষার নামে ছোট ছোট কোমলমতি শিশুদের গলায় ভিক্ষার ঝুলি দিয়ে মানুষের দ্বারে দ্বারে পাঠিয়ে পরনির্ভরশীলতার প্রশিক্ষণ ও মাদরাসা শিক্ষাকে জাতির সামনে ভিক্ষুকের শিক্ষা হিসেবে উপস্থাপনে ব্যস্ত।
অন্যদিকে আরেক দল মাদরাসা শিক্ষাকে ইহকাল ও পরকালের সমন্বয়ে আধুনিক ও যুগপযুগী সিলেবাসের মাধ্যমে শিশুদেরকে আত্ননির্ভরশীল হিসেবে গড়ে তুলে, ইসলাম শিক্ষাকে ধনী-গরীব সকলের জন্য এবং জাতির প্রয়োজনে পরকালের পাশাপাশি ইহকালের যাবতীয় প্রয়োজন মিঠাতে সক্ষম, তা প্রমাণে বদ্ধপরিকর।
নিচের দৃশ্যগুলো তাই প্রমাণ করে।
আল্লাহ যেনো আমাদের দেশে ইসলামের পরিপূর্ণ শিক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেন এবং আমাদের সন্তানদেরকে যেনো সে সকল প্রতিষ্ঠানে ভর্তি করতে পারি, সে তাওফিক দান করেন। আমীন।