শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:০৬
Home / কবিতা-গল্প / বলিউডি ফিলিম

বলিউডি ফিলিম

জগলুল হায়দার::

এইডা কিছু হইলো রে ভাই
এইডা কিছু হইলো,
সাত জনারে খাড়া রাইখা
একলা দাদা বইলো!
এইডা কেমন গতিক রে ভাই
এইডা কেমন গতিক,
পিছে নিয়া খাড়া করলো
সাবেক রাষ্ট্রপতিক!
এইডা বড়ই শরম রে ভাই
এইডা বড়ই শরম,
এসব দেইখা ঠাণ্ডা শীতেও
চাপছে মাথায় গরম।

এইডা কেমন সিলিম রে ভাই
এইডা কেমন সিলিম,
ঢাকায় বইসা দেখাই গেলো
বলিউডি ফিলিম!!

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

আজান শুনে ক্ষেপে গেলেন আ’লীগ নেতা আনহার চেয়ারম্যান!

নিজস্ব প্রতিবেদক : আনহার মিয়া। বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ...