শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৫৬
Home / কওমি অঙ্গন / আরজাবাদ মাদরাসার নয়া মুহতামিম মাও. বাহাউদ্দীন জাকারিয়া

আরজাবাদ মাদরাসার নয়া মুহতামিম মাও. বাহাউদ্দীন জাকারিয়া

রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া (আরজাবাদ মাদরাসা)’র নয়া মুহতামিম হিসেবে নিযুক্ত হলেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।

গত ০৯মার্চ ’১৮ প্রতিষ্ঠানের মজলিসে আমেলা কর্তৃক আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. এর বড় ছেলে মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াকে মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, মাওলানা শামছুদ্দীন কাসেমী রহ. এর ইন্তেকালের পর বীর মুক্তিযোদ্ধা আল্লামা মোস্তফা আজাদ ১৯৯৬সাল থেকে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।

কিন্তু গত ২৩ফেব্রুয়ারি তার ইন্তেকাল হলে মুহতামিমের পদটি শূন্য হয়ে পড়ে।

এর আগে মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া প্রতিষ্ঠানটির নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করছেন দীর্ঘদিন ধরে।

কমাশিসা/এএম

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...