মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:২৫
Home / দেশ-বিদেশ / রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী জাহাজেও মিয়ানমারের বাধা

রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী জাহাজেও মিয়ানমারের বাধা

বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের জন্য মালয়েশিয়ার সরকার বেশ কিছু ত্রাণসামগ্রী পাঠিয়েছে। এই ত্রাণ বহনকারী একটি জাহাজ কিছুক্ষণ আগে কক্সবাজারের সোনাদিয়া দ্বিপের কাছে ভিড়েছে। জাহাজটি মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পর সেখানে প্রতিবাদের মুখে পড়েছিলো।

কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, ‘এখন এই ত্রাণ সামগ্রী কিভাবে নামানো হবে এবং বিলি বণ্টন করা হবে তার জোগাড় চলছে।’

এর আগে এই ত্রাণ বহনকারী জাহাজটি মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিলো। কিন্তু রাজধানী রেঙ্গুনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

সেখানে ৫০০ টন ত্রাণ নামিয়ে বাকি বাইশ শত টন ত্রাণ বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য জন্য আনার কথা ছিলো।

অক্টোবর মাসে রাখাইন রাজ্যে নতুন করে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।

তার আগেই গত বিশ বছরে চার লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান মিয়ানমারে প্রায়ই রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ রয়েছে।

সূত্র: বিবিসি

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদান

কমাশিসা ডেস্ক: বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন ...