কমাশিসা ডেস্ক: বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দেন।
এ সময় আরো াউপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপিতে যোগদান প্রসঙ্গে গোলাম মওলা রনি বলেন, জাতীয়তাবাদী আর্দশে অনুপ্রাণিত হয়ে সুস্থ শরীরে আমি বিএনপি যোগ দিলাম। মৃত্যুর আগ পযর্ন্ত এই দলটিতে থাকব।
তিনি বলেন, মনোনয়নের আশায় দলে যোগ দেয়নি। কোনো স্বপ্ন পূরণের আশায়ও আসেনি। জাতীয়বাদী শক্তিতে অনুপ্রাণিত হয়েছি।
এ সময় ফখরুল ইসলাম বলেন, গোলাম মওলা রনি আমাদের সংগ্রামে যুক্ত হওয়া আমরা অনুপ্রাণিত হয়েছি এবং অন্তত গর্ববোধ করছি।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান এই খবর শুনে খুশি হয়েছেন। রনিকে অভিনন্দন জানিয়েছেন।
সংবাদ সম্মেলন শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতীক ধানের শীষের মনোনয়নপত্র গ্রহণ করেন। পটুয়াখালি-৩ আসন থেকে নির্বাচনে লড়বেন আওয়ামী লীগের সাবেক এ এমপি। তবে এ আসনে বিএনপি থেকে আরো দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ী গোলাম মাওলা রনি। দলের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্যের কারণে ২০১৪ সালে মনোনয়ন বঞ্চিত হন তিনি।
এবার একাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পান এস এম শাহাজাদা। তার একদিন পর গোলাম মওলা রনি বিএনপিতে যোগ দিলেন।
এন,আই/বা