রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:২৭
Home / আন্তর্জাতিক / মৃত্যুর কয়েকমাস আগেই আইএসের উত্থানের আশঙ্কা করেছিলেন উসামা

মৃত্যুর কয়েকমাস আগেই আইএসের উত্থানের আশঙ্কা করেছিলেন উসামা

অনলাইন ডেস্ক : উসামা বিন লাদেনের বেশ কিছু গোপন নথি প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা সিআইএ। নথিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালে মার্কিন সেনাবাহিনীর হামলায় মৃত্যু হয় আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের। তার বাড়িতে হামলা চালানোর সময়ই নেভি সিলের হাতে আসে সেই নথি।

বিন লাদেন মৃত্যুর কয়েকমাস আগেই ISIS জঙ্গি গোষ্ঠীর উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

নথিতে প্রকাশিত, ISIS জঙ্গিদের কার্যকলাপ ও তাদের ভবিষ্যত্‍ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল লাদেন। ISIS-এর কাজ নিয়েও অত্যন্ত বিরক্ত ছিল লাদেন। সেই সঙ্গে আল কায়দার ক্রমশ দুর্বল হওয়া নিয়েও সেই নথিতে জানিয়েছিল এই জঙ্গি নেতা। নথিতে আরও প্রকাশ করা হয়, ধর্ম নিয়ে নয়, লাদেনের একমাত্র শত্রু ছিল আমেরিকা।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...