রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৪:০৫
Home / কুইজ-প্রতিযোগিতা / সৃজনশীল অনলাইন লেখালেখি প্রতিযোগিতা ১৬’র ফলাফল প্রকাশ

সৃজনশীল অনলাইন লেখালেখি প্রতিযোগিতা ১৬’র ফলাফল প্রকাশ

12241245_1731311480435917_6420710393935094606_nপাক্ষিক দূরবীনের উদ্যোগে আয়োজিত প্রথমবাররে মত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “মাতৃভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা”কে প্রতিপাদ্য করে “সৃজনশীল অনলাইন লেখালেখি প্রতিযোগিতা ১৬”র ফলাফল আজ বিজ্ঞ বিচারক মণ্ডলীর উপস্থিতিতে প্রকাশ করা হল।
প্রথম পুরস্কারপ্রাপ্ত বিজয়ী : মানসূর আহমাদ, দিরাই, সুনামগঞ্জ। শিক্ষার্থী- ইফতা ১ম বর্ষ, যাত্রাবাড়ি, ঢাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ী : নূর উদ্দীন মুহাম্মদ ইয়াহইয়া। কুলাউড়া, মৌলভী বাজার। শিক্ষার্থী- অনার্স ১ম বর্ষ, এমসি কলেজ, সিলেট। তৃতীয় পুরস্কার বিজয়ী [যৌথভাবে] : আযাদ আবুল কালাম, মৌলভী বাজার। সাকিব মুস্তানসির, ময়মনসিংহ।

বিশেষ পুরস্কারপ্রাপ্ত ৭জন : ১. হুসাইন মুহাম্মদ ফাহিম : জামিয়া দারুল কুরআন, জাহানপুর, মেজরটিলা, সিলেট। ২. মুনাওয়ার শাহাদাত, এম.এ ফাইনাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল। ৩. শাহিদ আহমদ হাতিমী : শিক্ষার্থী- বাংলা সাহিত্য-সাংবাদিকতা বিভাগ, জামেয়াতুল খাইর আল ইসলামিয়া, সিলেট। ৪. তাওহীদুল আলম শাহীন : সমাজকর্ম বিভাগ, ৪র্থ বর্ষ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। ৫. সাজিদুল ইসলাম সাজিদ, বেলকা,ঝিনিয়া, সুন্দরগঞ্জ গাইবান্ধা। ৬. আমীন মুহাম্মদ। শিক্ষার্থী- জামিয়া দারুল কুরআন, জাহানপুর, মেজরটিলা, সিলেট। ৭. শামীম মাহমুদ, জামালপুর।

এছাড়াও আরো যাদের লেখা ভালো হয়েছে-
*আহমেদ পলাশ, বিশ্বব্যাংক আ/এ, আকবরশাহ,চট্টগ্রাম। *মামুন সিরাজী, চাঁপাই নবাবগঞ্জ। *মোয়াজ্জিম আল হাসান, শাহপরান, খাদিম নগর, সিলেট। *রিয়াজুল হক দিনার * শাহনূর ইসলাম শাহীন, ৮৫/বি যাত্রাবাড়ী চৌরাস্তা, ঢাকা *রাসেল মাহফুজ, সিলেট। *রেজা শাহীন। ফরিদগঞ্জ, চাঁদপুর। * রকিব জিয়া *ওসমান মাহমুদ *শামীম মাহমুদ *ধীমানপূরবী *শরিফ আহমাদ *মাহদী হাসান *সাদিক আল হাসান *মোঃ এমদাদ আলী *হাবীবুল্লাহ আল মাহমুদ।

লেখালেখি প্রতিযোগিতা প্রায় শতাধিক লিখিয়ে বন্ধু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন আর যারা পুরস্কারপ্রাপ্ত হতে পারেন নি, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য, পাক্ষিক দূরবীনের আগামী সংখ্যায় বিজয়ীদের লেখা প্রকাশ হবে। আগামী ১৫দিনের ভিতরে বিজয়ীদের ঠিকানায় অথবা আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

ডাক্তার যখন ডাকাত! (১ম – ৪র্থ পর্ব)

ইমদাদুল হক নোমানী:: ডাক্তার যখন ডাকাত!  (১ম পর্ব) মানুষ মাত্রই কম বেশী অসুস্থ হয়। একজন ...