মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:০২
Home / মাহফিল / হৃদয়ের কান্নাঝরা দোয়া মাহফিল

হৃদয়ের কান্নাঝরা দোয়া মাহফিল

কমাশিসা ডেস্ক: জামেয়া হুসাইনিয়া গহরপুর রিপোর্ট

11045013_1390919904556660_8122224166417733174_nউপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ,শাইখুল হাদিস আল্লামা হাফিজ নূরউদ্দিন আহমদ গহরপুরী (র.)’র হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া গহরপুরের শিক্ষক
শাইখুল হাদীস নেজাম উদ্দিন (রহ.)
হযরত মাওঃ রইছ আলী হিংরাকান্দী (রহ.)
হযরত মাওঃ আব্দুল ওয়াদুদ নশিওরপুরী (রহ.)এর স্বরণে গতকাল সকাল ১১ টায় জামিয়ায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

সাহেবযাদায়ে গহরপুরী কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু সাহেবের সভাপতিত্ব দোয়া মাহফিলে আলোচনা করেন আজাদ দ্বীনি এদারার সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী, গলমুকাপন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ আব্দুস শহিদ সাহেব, জামিয়ার শাইখুল হাদীস হযরত মাওলানা আব্দুস সাত্তার হেমুর হুজুর, খলিফায়ে গহরপুরী হযরত মাওলানা সাআদ উদ্দিন ভাদ্বেশরী, বিশ্বনাথ মুহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ ফারূক আহমদ,
সোনাসাড় মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালী,দয়ামির মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা মুসাহিদ আলী, দক্ষিনকাছ মাদ্রাসার শাইখুল হাদীস হযরত মাওলানা আব্দুল কাদির, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক, হযরত মাওলানা আব্দুর রহমান কলুমা,হযরত মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী,হযরত মাওলানা আব্দুল হাই উমরপুরী, হযরত মাওলানা মুজিবুর রহমান সারিঘাটী,জামিয়ার মুফতী হযরত মাওলানা আব্দুল্লাহ,মাওলানা সামছুল ইসলাম আমপাড়ী, মাওলানা ইউনুস খাঁন প্রমুখ।11987141_1496666717315311_6385896431368905119_n

পরিচালনায় ছিলেন জামিয়ার শিক্ষক মাওলানা সাইদুর রহমান মুক্তাগাছা, হাফেজ মাওলানা আতিকুর রহমান, মাওলানা নাইম উদ্দিন। আলোচনায় অংশগ্রহণে করেন গহরপুর এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, শিক্ষাবিদ,যুবসমাজ ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। ভারাক্রান্ত হৃদয়ে আলোচকদের বক্তব্যে সকলের হৃদয়ে কান্নাঝরে।

জামিয়ার সকল মরহুম শিক্ষকমন্ডলী এবং জামিয়ার খেদমত করে করে যারা কবরবাসী হয়েছেন সেই সকল মুরব্বিয়ানদের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন শায়খে গলমুকাপনী।11987013_1496666757315307_3820696647565880665_n উল্লেখ্য যে জামিয়ার এক বছরে তিনজন শিক্ষক ইন্তেকাল করেন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসার কারণেই দেশের মানুষ এত ধর্মপরায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল ৩ মার্চ শুক্রবার বিকালে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষক সমিতি এর ...