মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৮:৪০
Home / দেশ-বিদেশ / বন্ধ হতে যাচ্ছে ফ্রান্সের দেড়শো’র অধিক মসজিদ

বন্ধ হতে যাচ্ছে ফ্রান্সের দেড়শো’র অধিক মসজিদ

ফ্রান্স মসজিদফাহিম বদরুল হাসান, প্যারিস থেকে ● গত তের নভেম্বর ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পুরো দেশ জুড়ে জারি করা ১২ দিনের জরুরী অবস্থা শেষ না হতেই নিরাপত্তার স্বার্থে এটাকে তিন মাসে উত্তীর্ণ করা হয়। জরুরী অবস্থার দুই সপ্তাহের সরকারের কার্যকরী সম্পর্কে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাযেন্যুভ ব্যাখ্যা করেন এভাবে- “এই জরুরী অবস্হায় প্রায় ২২৩৫ টি বাসা-বাড়িতে পুলিশী অভিযান চালিয়ে ২৩২ জনকে আটক করা হয় এবং প্রায় ৩৩৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে প্রায় ৩৪টি যুদ্ধাস্ত্রও রয়েছে।”

এবিষয়ে আল জাযিরা চ্যানেল দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের একটি ইমাম সমিতির ইনচার্জ হাসান আল আলাওয়ি বলেন, সন্ত্রাসী হামলার পরের দু-সপ্তাহে বিভিন্ন তিনটি মসজিদ বন্ধ করা হয়েছে।

এর সাথে তিনি আরো যোগ করেন- “স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সাথে কথা বলে জানা গেছে, অনুমোদন না নিয়ে অবৈধভাবে পরিচালনা করার কারণে এবং “তাকফীরী” (মুসলমানদেরকে কাফের ফাতওয়া দেয়া) বক্তব্য দেয়ার কারণে প্রায় ১০০ থেকে ১৬০টি মসজিদ বন্ধ করে দেয়া হতে পারে।

পরিশেষে, তিনি ফ্রান্সে প্রায় ২৬০০ মসজিদ রয়েছে বলে উল্লেখ করেন।

ইমেইল : badrulhassan012@gmail.com

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...