আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়া তুরস্ক যুদ্ধ কি অত্যাসন্ন ? এই প্রশ্ন এখন ইতারে ইতারে ভাসছে ! আর্মেনিয়া হয়ে হাজার হাজার সাজোয়া যান রাশিয়া তুর্কি বর্ডারে এনে জমায়েত করছে। এদিকে তুর্কি নেটু জোটের সাথে থাকলেও তাদের কোন তৎপরতা নেই। মনে হচ্ছে পশ্চিমারা উদীয়মান আধুনিক তার্কিকে ধংস করতে রাশিয়াকে লেলিয়ে দিয়েছে। আর অজুহাত হিসাবে তার্কি কর্তৃক রাশিয়ার যুদ্ধ বিমান ভুপাতিত। কারণ সাদ্দামের মতো কুয়েত দখলের ষঢ়যন্ত্রের মতো তার্কিকে দিয়ে পশ্চিমারা এই বিমান ভুপাতিত করার পরিকল্পনা করিয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারনা। কসাই বাশারকে বাঁচাতে আর আইএসকে ধংস করতে রাশিয়ার এই তোড়-জোর আদতে তার্কি কতটুকু বুঝতে পারছে আমরা সন্দিহান। তার্কির ভাল করে জানা উচিত কোন শক্তিমান মুসলিম রাষ্ট্র অমুসলিম শক্তি বর্দাশত করতে পারছেনা। ইদানিং তার্কির লিডারি লিডারি মনোভাব এবং ইসরাইলের সাথে খারাপ সম্পর্ক ইসরাইল কিভাবে মেনে নিবে? তাই খুব সন্তর্পণে ইউরোপ আমেরিকা রাশিয়া ও ইসরইল একত্রে গোপন কোন প্লান হয়েছে বলে আমরা মনে করি। এমতাবস্থায়া তার্কিকে রাশিয়ার সাথে যে কোন উপায়ে সংঘাতে না জড়ানো ভাল এবং উত্তম ফয়সালা হিসাবে আমরা দেখছি।
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...