এহসান বিন মুজাহির, মৌলভীবাজার। ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভা মাঠের ৩৮তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামি মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে শুরু হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। শ্রীমঙ্গল পৌরসভা মাঠে তিন দিনব্যাপি তাফসিরুল কুরআন মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস, আমীরে আন্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা খলিলুর রহমান-পীর সাহেব বরুণা ।
তিন দিনব্যাপি তাফসির মাহফিলে তাফসির পেশ করবেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি আনোয়ার হোসাইন চিশতী ঢাকা, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচঙ্গি, মাওলানা ওলিউর রহমান বর্ণভী, মাওলানা আলাউদ্দিন শায়েস্তাগন্জী, মাওলানা আশরাফ আলী বিাড়িয়া, মাওলানা ইসমাঈল হোসাইন ঢাকা, মাওলানা তাফহিমুল হক, মাওলানা মুজাহিদ আহমদ প্রমুখ। তাফসির মাহফিল সফলতার জন্য মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি এসএম ইয়াহইয়া ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।
প্রসঙ্গত আগামি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৭, ১৮, ও ১৯ নভেম্বর) পর্যন্ত তাফসির চলবে।
এহসান বিন মুজাহির ০১৭১০৪৩৮৬৬৮