অনলাইন ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ‘খুনের উন্মত্ততা’ বন্ধ করার লক্ষ্যে মস্কোর প্রতি সিরীয় সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন। মঙ্গলবার বলকান অঞ্চলীয় বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভো সফরকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাশিয়ার উচিত হত্যাকারী বাশারের ওপর থেকে নিজেদের সমর্থন তুলে নেওয়া। ’
ম্যাককেইন উত্তর কোরিয়ায় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিজ দেশের রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করে বলেন, ‘অনেককেই বলতে শোনা যায় আগে আইএসকে শেষ করে এরপর বাশারের জন্য পরিকল্পনা করার। কিন্তু আমি তাদের বলতে চাই, যুক্তরাষ্ট্র একই সঙ্গে দুটি কাজই করতে সক্ষম। ’ ম্যাককেইন বলেন, ‘শুধু জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের পতন ঘটালেই হবে না, এখন সময় হয়েছে বাশারেরও পতন নিশ্চিত করার। ’
ম্যাককেইন বলেন, ‘আমাদের সিরিয়াবিষয়ক পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হবে। আসাদের যুদ্ধ বিমানগুলোকে নিশ্চিতভাবে ধ্বংস করতে হবে, যাতে সেগুলো আর সাধারণ সিরীয়দের হত্যাযজ্ঞে ব্যবহার করা না যায়। ’ সূত্র : এএফপি।