কমাশিসা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কওমি মাদরাসার সনদকে স্বীকৃতি দেয়ায় খালেদার গায়ে জ্বালা ধরেছে।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিল্লি সফরের সফলতা বিএনপি নেত্রী খালেদা জিয়া অন্ধের মতো অস্বীকার করছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জনগণকে বিভ্রান্ত করতে খালেদা জিয়া সফর নিয়ে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে বিকেলে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর ভারত সফরের সফলতা নিয়ে সমালোচনা করেন খালেদা।
প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি ঘোষণা করার প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন। আলেমদের সঙ্গে তাঁর অতীত আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের ওপর ক্রমাগত আঘাতের কথা দেশবাসী নিশ্চয়ই ভুলে যায়নি।
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কওমি মাদরাসার সনদকে স্বীকৃতি দেয়ায় খালেদার গায়ে জ্বালা ধরেছে। এ জন্য এখন উল্লাপাল্টা বকছেন।