রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৫:১৮
Home / ফিচার / কলরবের গানটি প্রত্যেক তরুণকে দেশপ্রেমের প্রেরণা জোগাবে (ভিডিওসহ)
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলরব শিল্পীগোষ্ঠী প্রকাশ করেছে দেশের গান ‘প্রিয় বাংলাদেশ আমার’

কলরবের গানটি প্রত্যেক তরুণকে দেশপ্রেমের প্রেরণা জোগাবে (ভিডিওসহ)

মুহাম্মদ নাজমুল ইসলাম

কলরব। বাংলাদেশের বৃহৎ জাতীয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন। গান করছে তারা দেড়যুগ থেকে। বর্তমান অপসংস্কৃতি বিস্তারের এ প্রাক্কালে ইসলামি সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা, পরিশ্রম ও সাধনা অবশ্যই অনেক প্রশংসা ও কৃতজ্ঞতা পাবার দাবী রাখে। গেলো বছর বিগ বাজেটে তাদের ‘চলার পথে’ ‘সাল্লিআলা হাবিবিনা’ রিলিজ হওয়ার পর এবারে স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্বাধীনতার চেতনায় সবাইকে উজ্জীবিত করতে কবি সাইফ সিরাজের লিরিকে এবং বদরুজ্জামান এর সুরে তাদের দেশাত্মবোধক গানের ভিডিও ‘প্রিয় বাংলাদেশ আমার’ আবারো আমাদের আন্দোলিত করলো। শেখালো অনেক কিছু। গানটির সাউন্ড, কাহিনী, শুটিং সাজসজ্জা একদম পারফেক্ট হয়েছে। গানটিকে আরো প্রাণ দিয়েছে শ্রদ্ধেয় শাহ ইফতেখার তারিকের দেশ নিয়ে আবেগময় আবৃতি। এতো সুন্দর একটা কাহিনী লেখার জন্য কথাসাহিত্যক সালাহুদ্দীন জাহাঙ্গীর ভাইকে অভিনন্দন।

আমরা আশা রাখি, কলরব এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষপানে ইনশাআল্লাহ! ইসলামি সংস্কৃতির বিজয়ের সে দিন আর বেশি দূরে না। এগিয়ে যাক কলরব। আমরা তাদেকে প্রেরণা, ভালোবাসা আর সাপোর্ট দিতে সামান্যও কার্পণ্য করবো না।
শুভ কামনা প্রিয় কলরব শিল্পীগোষ্ঠী। শুভ কামনা কলরবিয়ানদের।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

হুমায়ুন আহমেদ: তাঁর বিশ্বাস স্পষ্টবাদিতা ও শেকড়ে ফেরা

সাঈদ হোসাইন:: [প্রিয় পাঠক! শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। লেখাটি একটু দীর্ঘ হয়ে গেল। হুমায়ুন আহমেদ ...