শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:১৬
Home / আন্তর্জাতিক / সৌদিতে ঘুষের খবর দিলেই পুরস্কার

সৌদিতে ঘুষের খবর দিলেই পুরস্কার

অনলাইন ডেস্ক : ঘুষ থামাতে এবার পুরষ্কারের ঘোষণা দিল সৌদি আরব। দেশটি ঘোষণা দিয়েছে কেউ ঘুষের খবর দিলেই পুরস্কার দেয়া হবে তাকে। প্রশাসনিক তদন্ত অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

খবর দেয়ার জন্য একটি নাম্বারও চালু করা হয়েছে। ৯৮০ নম্বরে ফোন করে বা তদন্ত অধিদপ্তরে গিয়ে যে কোনো স্থানের ঘুষ আদান-প্রদানজনিত কোনো ঘটনা সম্পর্কে অভিযোগ করলে তাকে পুরস্কার প্রদান করবে কর্তৃপক্ষ। অভিযোগ সংক্রান্ত যে কোনো তথ্য এবং যে ব্যক্তি অভিযোগ করেছেন তার পরিচয়ও গোপন রাখার নিশ্চয়তা দেয়া হয়েছে।

এ সংক্রান্ত যে সব অভিযোগ আসবে তা সম্পূর্ণ গোপনীয়তার ভিত্তিতে যাচাই করা হবে। প্রশাসনিক তদন্ত অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ১৭শ’ আর্থিক এবং প্রশাসনিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতির দায়ে এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের বহু কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...