বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের যোগাসন শেখাবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরা। এখন বিজিবির সদস্যরা নিয়মিত শরীরচর্চার অংশ হিসেবে যোগাসন করবে। এমনই দাবি করেছে কলকাতা টুয়েন্টিফোর ডটকম।
পত্রিকাটি এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজিবি ও বিএসএফের যৌথ সভায় এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসএফের দিল্লি মুখপাত্র বলেন, কিছু দিন ধরে বিএসএফের জোয়ানরা যোগাসন করছে এবং সুফল পাচ্ছে জেনে যোগাসানে আগ্রহী হয় বিজিবির কর্মকর্তাগণ। তারাই বিএসএফকে যোগাসন শেখানোর প্রস্তাব দেন। প্রস্তাবে বিএসএফ সানন্দে সাড়া দেয়।
উল্লেখ্য, বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা যোগাসনকে বিএসএফের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন।