মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৩৮
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের ১১ ইহুদি কেন্দ্রে হামলার হুমকি

যুক্তরাষ্ট্রের ১১ ইহুদি কেন্দ্রে হামলার হুমকি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ১১টি ইহুদি কেন্দ্রে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

সোমবার টেলিফোনে এই হুমকি পাওয়ার পর কেন্দ্রগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

এক মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর এমন হুমকির ঘটনা কয়েকবার ঘটেছে। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ও বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগ এর তদন্ত শুরু করেছে। খবর এএফপির।

উত্তর আমেরিকার ইহুদি কমিউনিটি সেন্টার (জেসিসি) জানিয়েছে, সোমবার অজ্ঞাত টেলিফোন থেকে ১১টি কেন্দ্রে আলাদাভাবে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ২৭ রাজ্যের ৫৪টি কেন্দ্রে মোট ৬৯ বার হামলার হুমকি দেয়া হল।

এর আগে ৯, ১৮ ও ৩১ জানুয়ারি একই ধরনের হুমকি দেয়া হয়েছিল। এদিকে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মিসৌরির সেন্ট লুইসের একটি ইহুদি সমাধিক্ষেত্রে ১০০টির বেশি কবরের শীর্ষ ফলকে ভাংচুর করা হয়েছে। কে বা কারা এই ভাংচুর চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন ...