শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:২১
Home / আকাবির-আসলাফ / অবিলম্বে সুপ্রিম কোর্ট থেকে মূর্তি অপসারণ করতে হবে
আল্লামা নূর হোসাইন কাসেমী (ফাইল ফটো)

অবিলম্বে সুপ্রিম কোর্ট থেকে মূর্তি অপসারণ করতে হবে

আওয়ার ইসলাম: ৯৫ ভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের সর্বোচ্চ বিচারালয় ও জাতীয় ঈদগাহ প্রাঙ্গনে গ্রীকদের ন্যায়নিষ্ঠার প্রতীক প্রাচীন গ্রীকদেবীর মূর্তি স্থাপন করে যে ঘৃণ্য অধ্যায় রচনা করা হয়েছে তা অত্যান্ত দুঃখজনক। মুসলমানদের পুণ্যভূমি এ বাংলাদেশে তা কখনোই মেনে নেয়া যায় না।

২২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ঘটিকায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচি গ্রীকমূর্তি অপসারণের দাবীতে আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার আহুত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের দাবীতে হেফাজতে ইসলাম মুহাম্মদপুর জোনের এক প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আমির আল্লামা নূর হুসাইন কাসেমী উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমীর জামি‘আ মুহাম্মাদিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওঃ আবুল কালাম।

অনুষ্ঠানে বক্তারা সরকারকে অবিলম্বে মূর্তি অপসারণের আহবান জানান, অন্যথায় এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারী প্রদান করেন। পাশাপাশি আগামী ২৪ তারিখ বাইতুল মোকাররম উত্তর গেইট এ বাদ জুমা বিক্ষোভ কর্মসূচী বাস্তবায়নের উদাত্ত আহবান জানান।

অন্যান্য ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য প্রদান করেন হেফাজতে ইসলাম মহানগর নায়েবে আমীর মুফতী মাহফুজুল হক, নায়েবে আমীর মুফতী ফজলুল করীম কাসেমী, লালমাটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ ফারুক আহমাদ, মহানগর যগ্ম সম্পাদক মাওঃ মুহা. ফয়সাল, ওয়াহিদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ জুবায়ের, আগারগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ নোমান মহিব্বুল্লাহ, জামিয়াতুল কারীমের প্রিন্সিপাল মুফতী উমর ফারুক, বাইতুল আমান আদাবর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মাহমুদুর রহমান, দারুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ শাহাদাত, জামিয়াতুল আযীয আল ইসলামিয়ার মুফতী আলাউদ্দীন কাসেমী, তা‘লীমুশ শরীয়ার প্রিন্সিপাল মাওঃ আজীজুল হক, কেরানীগঞ্জ আল-ইসলাহ পরিষদের সংগ্রামী নেতা মাওঃ সুলাইমান, জামি‘আ মুহাম্মদিয়া আরাবিয়ার ভাইস প্রিন্সিপাল মাওঃ অলিউল্লাহ, জাতীয় মুফতী বোর্ড ফাউন্ডেশন বাংলাদেশে’র মহাসচিব মুফতী শামসুল আলম, মুফতী মিজানুর রহমান কাসেমী, মুহাঃপুর জোন প্রচার সম্পাদক মাওঃ শরীফ হুসাইন ভূঁইয়া, মাওঃ মাসীহুর রহমান, মুফতী
আজীজুল হক, শ্যামলী মমতাজ ম্যানসন জামে মসজিদের খতীব মাওঃ আমীনুল ইসলাম, মুফতী শামসুল আলাম নরসিংদী, মাওঃ শাহাদাত, মাওঃ মোবারক হুসাইন, মাওঃ কবীর হুসাইন, মুফতী ফরহাদ হুসাইন, মাওঃ আনসারুল্লাহ, ধানমন্ডি থানার সভাপতি মুফতী ইলিয়াছ হামীদী প্রমুখ।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...