শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৫:২৪
Home / আন্তর্জাতিক / মসজিদে হচ্ছে জার্মানির ঐতিহাসিক রেল স্টেশন

মসজিদে হচ্ছে জার্মানির ঐতিহাসিক রেল স্টেশন

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দাতব্য এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় লুশু শহরের মুসলিম নাগরিকগণ সেদেশের ঐতিহাসিক রেল স্টেশনকে মসজিদে রূপান্তর করতে যাচ্ছে। -ইকনা

মাহের মুহান্দেস নামের এক ব্যক্তি এই পরিকল্পনা করেছেন এবং তিনি এই মসজিদের ইমামতি করবেন।

এ বিষয়ে তিনি বলেন, বর্তমানে যে মসজিদটি রয়েছে সেখানে জুমার নামাজের জন্য ১০০ জন মুসল্লির জায়গা হবে। কিন্তু জার্মানে মুসলিম শরণার্থীদের জন্য সংখ্যালঘু মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য এই মসজিদে সকল মুসল্লিদের স্থান হচ্ছে না। এছাড়াও অন্যান্য শহরের মুসলমানের নামাজের জন্য এই মসজিদের আসেন।

তিনি বলেন, নতুন মসজিদে নারীদের জন্য পৃথক স্থান বরাদ্দ করার জন্য কথা চলছে।

১৯৯১ সাল থেকে নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার মাহের মুহান্দেস এই এলাকায় বসবাস করছেন। বর্তমানে তার বয়স ৬২। তিনি বলেন, মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে আদায় করুক না কেন যথেষ্ট কিন্তু মসজিদে জামায়াত আদায় করা উত্তম।

মুহান্দিস আরও বলেন, এই মসজিদটি বেশ কয়েক জন দাতার অর্থায়নে নির্মাণ করা হবে। মসজিদটি নির্মাণের জন্য প্রত্যেক ব্যক্তিই তার সমর্থ অনুযায়ী সাহায্য করতে পারবে। কেউ কেউ অর্থ দিয়ে এবং কেউ কেউ ভবন নির্মাণের কাজে সাহায্য করবে।

তিনি গুরুত্বারোপ করে বলেন, আগামী রমজান মাসের আগেই মসজিদটি নির্মাণ করা হবে।

উল্লেখ্য সুরা নামে প্রসিদ্ধ জার্মানিতে মুসলিম ন্যাশনাল কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে লোয়ার স্যাক্সনি অঞ্চলে ১৮০টি মসজিদ রয়েছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন ...