শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:০৬
Home / আকাবির-আসলাফ / পুরস্কার পাচ্ছেন বরেণ্য ৭ লেখক

পুরস্কার পাচ্ছেন বরেণ্য ৭ লেখক

আবু সাঈদ যুবায়ের: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। মায়ের ভাষায় কথা বলার মানবিক অধিকার প্রতিষ্ঠা করতে ১৯৫২ সালের এদিনে প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, আ. জব্বর সহ নাম না-জানা অনেক ভাষাশহীদ। ঢাকার পিচঢালা রাজপথ সেদিন রক্তে লাল হয়ে উঠেছিলো।

দিবসটিকে ভিন্নভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে মধ্যবাড্ডার ইসলামি প্রকাশনী মাকতাবাতুল আযহার। ইতোমধ্যে দু’ শতাধিক বাংলা বই প্রকাশ ও বিপণনের মাধ্যমে প্রকাশনীটি পাঠকমহলে অভূতপূর্ব সাড়া ফেলতে সক্ষম হয়েছে। দেশের তৃণমূল পর্যায়ে বাংলা বই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রকাশনীটি ভাষাচর্চার ক্ষেত্রে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়েছে।

প্রকাশনীটি এবারের ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক ভাষা দিবসে নতুন ১২ টি বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা প্রদানের পদক্ষেপ নিয়েছে। নতুন বইগুলোর মধ্যে রয়েছে- ইয়াহইয়া ইউসুফ নদভীর ‘গল্পে আঁকা ইতিহাস’ ও ‘আবু গারিবের বন্দি’ সাংবাদিক শরীফ মুহাম্মদের ‘সুপ্রভাত মাদরাসা’ ও ‘লেখালেখি’ মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার ‘রচনা-সম্ভার’ যুগান্তরের কলামিস্ট মুফতী মুতিউর রহমানের ‘এ যুগের মাসায়িল’ আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক আলী হাসান তৈয়বের ‘আলোর জীবন ফুলেল ভুবন’ সালাহউদ্দীন জাহাঙ্গীরের ‘বাংলার বরেণ্য আলেম’ ও আবদুল্লাহ আল ফারুকের ‘ইতিহাসের মৃত্যুঞ্জয়ী মহাবীর টিপু সুলতান’ ও ‘খোলা চিঠি’।

লেখালেখি, সাংবাদিকতা ও কলমচর্চার বিস্তৃত কর্মক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে মাকতাবাতুল আযহার প্রতিবছর ৭ জন বরেণ্য লেখকের হাতে সম্মাননা পদক তুলে দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও তারা ৭ জন লেখকের হাতে পদক তুলে দেবে।

অনুষ্ঠানে পদক তুলে দেবেন- মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রহ. ও হাফেজ মাওলানা ইউসুফ আবদুল মজিদ।

এবারের পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন- মাওলানা আবদুল গাফফার, মাওলানা জাফর আহমদ, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া মাওলানা ড. মুশতাক আহমদ [সহকারী পরিচালক. ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ] ইয়াহইয়া ইউসুফ নদভী  ও আবদুল্লাহ আল ফারুক।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাকতাবাতুল আযহার সবসময় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতিবছর তারা একজন নিভৃতচারী, সমাজ-সেবক ও জাতি-সংগঠক ব্যক্তির হাতে এক লক্ষ টাকা মূল্যমানের বিশেষ সম্মাননা পদক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মত পদকটি পাচ্ছেন দৈনিক যুগান্তরের নিয়মিত কলামিস্ট মুফতী মুতীউর রহমান।

লেখক সম্মাননা অনুষ্ঠানটি মধ্যবাড্ডার আদর্শনগরে বিকেল ৩ টায় শুরু হবে। কিতাব মেলা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত।

আওয়ার ইসলামের সৌজন্যে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বঙ্গবন্ধুর আকাংখার অনুসরণে হোক জাতীয় সংগীতের বাস্তবায়ন

ভীনদেশী কবির গান ও আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কিছু কথা। কওমি মাদরাসায় জাতীয় সঙ্গীত গাওয়া ...