বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৪৫
Home / আন্তর্জাতিক / সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের অপারেশন কমান্ড সেন্টার থেকে সরবরাহ করা গতকালের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ছবি

সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক : ইয়েমেনে ইরান-সমর্থিত বাহিনী সৌদি আরবের আবহা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। তারা জানিয়েছে, একটি দাফন অনুষ্ঠানে সৌদি বিমান হামলার প্রতিশোধ হিসেবে এটা করা হয়েছে। ওই হামলায় অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল বলে দাবি করা হয়।
ইরান-সমর্থিত বাহিনীর একটি সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ইয়েমেন থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরব সানা প্রদেশের আরহাব এলাকায় একটি দাফন অনুষ্ঠানে বিমান হামলা চালায়।ওই হামলায় অন্তত আটজন নারী ও একটি শিশু নিহত হয়। এছাড়া, মারাত্মক আহত হয়েছে আরো দশ নারী।

হাসপাতাল সূত্র বলেছে, আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। যে বাড়ির ওপর বিমান হামলা চালানো হয়েছে তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...