প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেন, আমরা জেল-জুলুমের ভয় পাই না। জেলজুলুমের ভয় দেখাবেন না। দীনি কাজে সহযোগিতা করুন। নতুবা বাংলার ধর্মপ্রাণ মুসলমান আপনাদের প্রত্যাখ্যান করবে। গতকাল সিলেটের কাজিরবাজার মাদরাসার দুইদিন ব্যাপী ৪২তম বার্ষিক মাহফিলের উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন।
সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর দু’দিন ব্যাপী ৪২ তম বার্ষিক মাহফিল গতকাল ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও বাইরে কিছু মাইক দেয়া হয়েছে। প্রশাসন কর্তৃক বাইরের কিছু মাইক বন্ধ করার অনুরোধ করা হয়।
জবাবে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেন- “গতকাল আপনারা কোথায় ছিলেন? যখন হিন্দুদের পূজা উপলক্ষে রাত ১টা পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে মাইক চালানো হয়েছিলো, তখন আপনারা নাকে তৈল দিয়ে ঘুমে ছিলেন?
তিনি আরোও বলেন- এটা শাহজালালের সিলেট; এটা গৌড়গোবিন্দের সিলেট নয়। আমরা জেল জুলুমের পরীক্ষা তোমাদের জন্মের পূর্বে দিয়ে এসেছি। সিলেটসহ সারা দেশে কোনো ওয়াজ মাহফিলে কোন প্রকার বাধা দেয়া হলে আমরা সারাদেশে একযোগে বাহিরে বেরিয়ে পড়বো -ইনশাআল্লাহ।”