বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:০৬
Home / অনুসন্ধান / ওয়াজ মাহফিলের নামে রোড কালেকশন বন্ধ হোক

ওয়াজ মাহফিলের নামে রোড কালেকশন বন্ধ হোক

লাবীব আব্দুল্লাহ::

তবুও বলতেই হলো

অবিরাম তিনদিন কালেকশনের আওয়াজ শুনলাম, দিয়ে যান ভাই…৷
আজ রাত 1:45. পর্যন্ত ওয়াজের আওয়াজ৷
রাত দুইটায় খিঁচুড়ি বিতরণের আওয়াজ শুনছি৷
কিছু বলা যাবে না এসব নিয়ে৷
আজ সকালে এক বাজারে দেখলাম প্রায় ত্রিশ জন তালেবে ইলমকে রাস্তায় চটে বসিয়ে রেখে গাড়ি আটকিয়ে চান্দা করা হচ্ছে৷ বার্ষিক মাহফিল হবে৷ ছোট ছোট ছেলেরা মাদরাসায় পড়তে এসেছিলো৷
রাস্তায় এইযে ভিক্ষুকের মতো বসিয়ে রাখা হলো সকাল থেকে বিকেল তা নিয়েও কিছু বলা ঠিক হবে না৷
ইলমের এই ইহানতের পরিনামে আমাদের কপালে কী হবে জানি না৷
কালেকশনের মজা এখন আমজনতা বুঝেছে৷ হুজুরগন হলেন শোপিস৷ হুজুর না হলে কালেকশনটা এভাবে হবে না তাই কয়েকজন হুজুর লাগবে বলির জন্য৷
কিছু না বলা ভালো তবুও বলতেই হলো আগামীতে মাদরাসা থেকে ভালো কোনো ব্যাক্তিত্ব কী তৈয়ার হবে?
এইভাবে সুওয়ালের প্রশিক্ষণ হলে কীভাবে হবে দীনি ব্যাক্তিত্ব?
সুওয়াল কোনো শানের বিষয় নয়৷
ওয়াজ মাহফিলের নামে রোড কালেকশন বন্ধ হোক৷
বন্ধ হোক তালেবে ইলমের শোপিস বানানো কালেকশনে৷
শীর্ষ মাদরাসাগুলো ছাড়া ওয়াজের আয়োজন কি বেশী প্রয়োজন?
প্রয়োজন হলে কমপক্ষে টুপিপরিহিত লোকদের মাধ্যেম চাঁদাবাজি করানো বন্ধ করা হোক৷ বন্ধ হোক রাস্তায় গাড়ি আটকানো৷
মানুষকে বাধ্য করা কী শরীয়ার বিধানে?

রাত 2 টায়
ওয়াজ মাহফিলের শেষে

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

সিলেটের পবিত্র মাটি আবারও কলংকিত হলো রায়হানের রক্তে!

পুলিশ ফাড়িতে যুবক হত্যা: সিলেটজোড়ে চলছে রহস্য! এলাকাবাসীর প্রতিবাদ!! সিলেট নগরীতে রায়হান নামক এক যুবকের ...