রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৩৬
Home / কবিতা-গল্প / আমি ক্লান্ত আজ

আমি ক্লান্ত আজ

সৈয়দ মবনু

 

Komashisha _ Mobnu

মাথায় কাটাল ভেঙে আর
তুমি সূতা ধরে থাকো না উড়িয়ে ঘুুড়ি
রাতের আঁধারে
হারানোর খুব ভয়ে জলকনা উড়ি

ভিন্ন কথা দিয়ে সব সময় কাটাই
মূল কথা বলতে মুখোমুখি হয়ে বলতে পারি না যে
অতঃপর লাজুক তোমার মুখখানি
পূর্ণিমার চাঁদে দেখি বিচ্ছেদের রাত

আমি ক্লান্ত আজ প্রেম ভিক্ষা করে করে
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে ঝরি সখি প্রেমের চরণে
ফিরিয়ে দিওনা আর তুমি শূন্যহাতে
কথা দাও যাবে না আমায় ফেলে জীবন-মরণে

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

ইসলামের পাঁচটি ভিত্তি

মুয়াজ বিন এনাম কালেমা না জানলে কেহ মুমিন হতে পারবেনা মানলে তবে কূ-মন্ত্রনার সমনে কভূ ...