ওআইসির পার্লামেন্ট পর্যবেক্ষণ মিশন ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি, কানাডা ও যুক্তরাষ্ট্রের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে মুসলিম বিদ্বেষী তৎপরতা পর্যবেক্ষণে যৌথ বৈঠকের আয়োজন করেছে। ওয়াশিংটনে জাতিসংঘের সদর দপ্তরে উচ্চতর প্রতিনিধিদের এ বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে তিন উচ্চতর পর্যবেক্ষক দল ইউরোপ ও পশ্চিমা বিশ্বে মুসলিম বিদ্বেষী মনোভব এবং মুসলমানের প্রতি বৈষম্য বৃদ্ধির কারণ অনুসন্ধান করবে।
সম্প্রতি ইউরোপ ও পশ্চিমা দেশগুলোতে মুসলিম বিদ্বেষ, সরকারি ও বেসরকারি পর্যায়ে মুসলমানের প্রতি বৈষম্য বৃদ্ধি ও মুসলিম বিরোধী প্রচারণা বৃদ্ধি পাওয়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভিডিও কলের মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ করবে।
সূত্র : সউদি গেজেট