রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৪:১৪
Home / আন্তর্জাতিক / আরো ৩ দেশ যোগ দিচ্ছে ইসলামি সামরিক জোটে

আরো ৩ দেশ যোগ দিচ্ছে ইসলামি সামরিক জোটে

আন্তর্জাতিক ডেস্ক : আরো তিনটি দেশ সৌদি আরব নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী সামরিক জোটে যোগ দিতে যাচ্ছে। এগুলো হলো আজারবাইজান, তাজিকিস্তান এবং ইন্দোনেশিয়া।

এর ফলে জোটে সদস্য রাষ্ট্রের সংখ্যা হবে ৪২। সোমবার আন্তর্জাতিক মিডিয়াগুলো এ খবর প্রকাশ করে।

২০১৫ সালে সৌদি আরব সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামিক সামরিক জোট গঠন করে। প্রাথমিকভাবে জোটে সৌদি আরব, জর্ডান, ইউএই, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, তুরস্ক, শাদ, টোগো, তিউনিশিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরালিওন, সোমালিয়া, গ্যাবন, গিনি, ফিলিস্তিন, কমোরোস, কাতার, আইভরি কোস্ট, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মালয়েশিয়া, মিশর, মরক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া ও ইয়েমেন শরিক হয়।

এদিকে, ইসলামি সামরিক জোটের প্রধান হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এই পদে জেনারেল রাহিলের নিয়োগ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে। গত শুক্রবার (৬ জানুয়ারি) রাতে পাকিস্তানের জিও টিভির এক টক শো’তে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জেনারেল রাহিলের নিয়োগের খবর নিশ্চিত করেন।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...