বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:১১
Home / আন্তর্জাতিক / জামশেদের লাশ এখনো শনাক্ত হয়নি

জামশেদের লাশ এখনো শনাক্ত হয়নি

দিদার শফিক: পাকিস্তানে বিমান বিধ্বস্তে নিহত সঙ্গীত শিল্পী ও বিখ্যাত দাঈ জুনায়েদ জামশেদের মৃতদেহ এখনো সনাক্ত করা যায়নি। তবে দ্রুত ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মিডিয়াকে জানিয়েছেন তার ভাই হুমায়ুন জামশেদ।

মিডিয়ার সাথে কথোপকথনে তিনি জানান, এখন পর্যন্ত জুনায়েদ জামশেদের মৃতদেহ সনাক্ত করা এখনো সম্ভব হয়নি।

তিনি বলেন, সব শেষ করে লাশ করাচিতে পৌছতে আরও ৪-৫ দিন সময় লাগবে। তার দাফন সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের মুফতিদের সাথে পরামর্শ চলছে বলেও জানান হুমায়ুন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পাকিস্তানের পিআইএ’র একটি বিমান চেত্রাল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৪৭ যাত্রীর সবাই নিহত হন। বিমানে জুনায়েদ জামশেদের সঙ্গে তার স্ত্রী নেহা জামশেদও নিহত হয়েছেন।

সূত্র: কুদরত ডটকম

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...