বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:২৮
Home / ফাতওয়া / পানের সাথে জর্দা খাওয়া কী বৈধ?

পানের সাথে জর্দা খাওয়া কী বৈধ?

মুফতি আল আমিন:

পানের সাথে প্রায় অধিকাংশ মানুষই জর্দা খান। আর জর্দা সম্পর্কে প্রচলিত আছে এটি নেশাজাতীয় দ্রব্য, যা খাওয়া হারাম। আবার কেউ বলে মাকরূহ, কেউ বলে মুবাহ।

অনেক এলাকায় মনে করা হয় যে ইমাম পানের সাথে জর্দা খায় তার পিছনে ইকতিদা করা যাবে না।  বিষয়টি নিয়ে অনেকেই দ্বীধা দ্বন্দ্বে থাকেন।

ফকিহগণের মতে, জর্দা খাওয়া হারাম নয় এবং জর্দা খায় এমন ইমামের পিছনে ইকতিদা করাও বৈধ। এতে কোনো সমস্যা মনে করা উচিত নয়। আর যে জিনিস বেশি খেলে নেশা হয় তা কম খাওয়াও হারাম এ কথার দ্বারা মাদকদ্রব্য উদ্দেশ্য। জর্দা উদ্দেশ্য নয়। সতুরাং পানের সাথে জর্দা খাওয়া যাবে। আর কোনো ইমাম পানের সাথে জর্দা খেলে তার পেছনে নামাজ পড়া যাবে।  সূত্র: আবু দাউদ : ২/৫১৮, ফাতাওয়া শামি : ৬/৪৬০

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

হাটহাজারীর ফাতওয়া : ই-মেইলের মাধ্যমে বিয়ে বৈধ

ই-মেইলের মাধ্যমে ইজাব (সম্মতি) দিলে সেই বিয়ে শরিয়ত সম্মত হবে বলে ফাতওয়া দিয়েছে দেশের শীর্ষ ...