শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১২:৫৩
Home / রাজনীতি / সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আলেমদের ঐক্যের বিকল্প নেই- ড. আহমদ আব্দুল কাদের

সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আলেমদের ঐক্যের বিকল্প নেই- ড. আহমদ আব্দুল কাদের

নিজস্ব প্রতিনিধি : গতকাল ৯ ডিসেম্বর শুক্রবার খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মুসলিম হলে আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় আলেমদে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন।

নগর সেক্রেটারী অধ্যাপক ডাঃ আবু সিদ্দিকের সঞ্চালনায় নগর সভাপতি অধ্যাপক মাওলানা এ.এস.এম. খুরশিদ আলমের সভাপতিত্বে দুপুর ২ টা থেকে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের আরো বলেন, কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি ব্যাপারে কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত না নিয়ে সব আঞ্চলিক বোর্ডকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং মায়ানমারে রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের রক্ষায় বাংলাদেশ সরকারকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান; পাঠ্যসূচির অনৈসলামীকরণ ষড়যন্ত্র বন্ধের আহ্বান ও মিয়ানমারে মুসলিম নির্যাতন বন্দ্ধে আন্তর্জাতিক মহলে দাবি তোলার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; খেলাফত মজলিসের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক আল্লামা আহমদ আলী কাসেমী, আল জামেয়াতুল ইসলামিয়া ফিরোজশাহ্ কলোনী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা হাফেজ তাজুল ইসলাম, দারুল উলুম কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ড. মাওলানা এ.টি.এম. তাহের, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুরুল আলম আল-মামুন, চট্টগ্রাম তা’লীমুল কোরআন কমপ্লেক্স এর চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়ব, দারুল উলুম হাটহাজারীর- মুফতী মাওলানা ফরিদুল হক, হালিশহর এহয়াউল উলুম মাদ্রাসার পরিচালক মুফতী মুহাম্মদ হাসান মুরাদাবাদী, হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও, আজিজুল হক ইসলামাবাদী, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাও, তোফাজ্জল হোসেন, শাহনগর মদিনাতুল উলুম ফটিকছড়ি’র মুহতামিম মাও, মুফতি আবুল কালাম আজাদ, মোজাহেরুল উলুম চট্টগ্রামের মোহাদ্দিস মাও, মোহসিন, বিশিষ্ট সাহিত্যিক ও কলামিষ্ট মওলানা গোলাম রব্বানী ইসলামাবাদী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ খালেদ আহমাদ, খেলাফত মজলিসের উত্তর জেলা সভাপতি মাও, মুফতি শিহাব উদ্দীন, দঃ জেলা সভাপতি মাও, মাহবুবুর রহমান, ককসবাজার জেলার সিনিয়র সহসভাপতি মাও, মোঃ তাহের, চট্টগ্রাম নগর খেলাফত মজলিসের প্রাক্তন সভাপতি এড. আজমল হক, খেলাফত মজলিস- ফেনী জেলা সেক্রেটারি, মাও, জাকের উল্লাহ নিয়াজি ও ইসলামী ছাত্র মজলিস চ/ম শাখার সভাপতি মোঃ ইয়াসির আরাফাতসহ স্থানীয় নেতৃবৃ্দ।

উপস্থিত ছিলেন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মুফতি মাও, হুমায়ুন কবির খালভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহবুব সোর্শেদ, আনোয়ারা খায়রিয়া মাদরাসার প্রিন্সিপাল মাও, সোহাইল সালেহ, আলকরন জামে মসজিদের খতিব মাও, আঃ রহমান সালেহ, ককসবাজার বদর মোকাম জামে মসজিদের ইমাম সাও, হাফেজ ইউনুস ফরাজি ও চট্টগ্রাম বি এ এফ শাহীন কলেজের অধ্যাপক ইমরান উদ্দিন শাহ প্রমুখ।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ডাক্তার যখন ডাকাত! (১ম – ৪র্থ পর্ব)

ইমদাদুল হক নোমানী:: ডাক্তার যখন ডাকাত!  (১ম পর্ব) মানুষ মাত্রই কম বেশী অসুস্থ হয়। একজন ...