শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:১৩
Home / আন্তর্জাতিক / ইসলাম অবমাননা; ইন্দোনেশিয়ায় ২ লাখ মানুষের বিক্ষোভ

ইসলাম অবমাননা; ইন্দোনেশিয়ায় ২ লাখ মানুষের বিক্ষোভ

কমাশিসা অনলাইন : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নরের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ এনে গতকাল (শুক্রবার) প্রায় দুই লাখ মুসলমান বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা গভর্নরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার আহ্বান জানিয়েছেন। জার্কাতার চীনা বংশোদ্ভূত খ্রিস্টান গভর্নর বাসুকি পুরনামা কুরআন অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুরনামা অবশ্য দাবি করেছেন, তিনি বিরোধীদের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন।

আজ জাকার্তার ন্যাশনাল মনুমেন্ট পার্কে প্রায় দুই লাখ মুসলমান সমবেত হয়ে গর্ভনরের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। তারা বলেছেন, আইন সবার জন্য সমান। কাজেই গভর্নরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

আজকের বিক্ষোভ চলাকালেই সেখানে হাজির হন দেশটির প্রেসিডেন্ট জোকো জোকোইয়ি উইদোদো। তিনি বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের সমাপ্তি টানার আহ্বান জানান।

এর আগে গত ৪ নভেম্বর গভর্নরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রায় এক লাখ মানুষ জাকার্তায় বিক্ষোভ করেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাকার্তার গভর্নরের বক্তব্য ইসলাম অবমাননার পর্যায়ে পড়ে কিনা তা নিয়ে তদন্ত চলছে। ইসলাম অবমাননা করে থাকলে দেশটির আইনে গভর্নরের পাঁচ বছরের কারাদণ্ড হবে।

সূত্র :পার্সটুডে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...