আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা: দীর্ঘদিনের শত্রুর বিপদে পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ মানবতার নজির স্থাপন করলো ফিলিস্তিন। দাবানলের জেরে উত্তর ও মধ্য ইসরাইলে ভয়াবহ আগুন নেভাতে দমকল বাহিনী পাঠিয়ে দিল ফিলিস্তিন।
ফিলিস্তিনের পাঠানো আটটি দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করেছে।
ভয়াবহ অগ্নিকাণ্ড সামাল দিতে সাহায্যের প্রস্তাব আগেই দিয়েছিল ফিলিস্তিন। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাইয়াহু তা প্রথমে গ্রহণ করতে রাজি হননি।
শনিবার ফিলিস্তিনের সাহায্য নিতে রাজি হয় ইসরাইল। এরপরই দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর আটটি দল পাঠিয়ে দেয় ফিলিস্তিন।
এছাড়াও আগুন নেভানোর কাজে সাহায্য করছে রাশিয়া, তুরস্ক, গ্রিস, ইতালি, ক্রোয়েশিয়া ও সাইপ্রাস। মার্কিন যুক্তরাষ্ট্রও বোয়িং ৭৪৭ সুপারট্যাঙ্কার প্লেন পাঠিয়েছে ইসরাইলে।
এদিকে ইসরাইল প্রশাসনের দাবি, সন্ত্রাসবাদীরাই অগ্নিকাণ্ডের মূল হোতা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, দোষীদের কঠিন শাস্তি দেওয়া হবে।
সূত্র: দ্যা জেরুজালেম পোস্ট