কমাশিসা :: আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ‘দস্তারবন্দী মহাসম্মেলন ১৬ইং’ বাস্তবায়নের লক্ষ্যে গত রবিবার বিকালে পুরানা পল্টনের মল্লিক টাওয়ারের তৃতীয় তলায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ জরুরী সভায় ঢাকা বিভাগের ইনচার্জ ক্বারী মাওলানা মমতাজ উদ্দিন সভাপতিত্ব করেন।
আব্দুল্লাহ মাহমুদের পরিচালনায় পরামর্শ সভায় উপস্থিত ছিলেন আঞ্জুমান সেক্রেটারি ক্বারী মাওলানা ইমদাদুল হক নোমানী, ঢাকা মহানগরীর উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, আবাবীল হজ্ব কাফেলা সত্বাধিকারী ও ঢাকা মহানগরীর উপদেষ্টা মুফতি আব্দুল মালেক, মাওলানা আব্দুল নূর, ক্বারী মুহাম্মদ জামিল আহমাদ, সিলেটের ধ্বনি সম্পাদক ক্বারী মুহাম্মদ সুলাইমান আহমাদ হুজাইফা, ক্বারী মুহাম্মদ ওয়ারিস মাহমুদ, ক্বারী মাওলানা মুজাহিদুল ইসলাম, ক্বারী মুহাম্মাদ এনামুল হক আজমী, মাওলানা নূর মোহাম্মদ আজিজীসহ প্রমুখ ।
সভায় আঞ্জুমানের আগামী ১০ ও ১১ নভেম্বরের দস্তারবন্দী সফলের আহ্বান জানানো হয়।
এ সম্পর্কে প্রধান অতিথি আঞ্জুমান সম্পাদক ক্বারী মাওলানা ইমদাদুল হক বলেন- আঞ্জুমান আজ বিশ্ব পরিচিতি এক কুরআনের মারকাজের নাম। বিশুদ্ধ কুরআন চর্চায় আঞ্জুমান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দস্তারবন্দী বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সার্বিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান। মাওলানা রফিকুল ইসলাম ঢাকা মহানগীরিতে আঞ্জুমানের কাজকে আরো এগিয়ে নেওয়ার জোর পরামর্শ দেন । এছাড়া সভায় নিম্নাক্ত সিদ্ধান্তবলী গৃহীত হয় ।
ঢাকা শহরে দস্তারবন্দীর পোস্টারিং করা। বড় বড় প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব বরাবর দস্তাবন্দীর দাওয়াতী কার্ড বিতরণ করা। ঢাকা বিভাগীয় আঞ্জুমান সেন্টার প্রধানদের সাথে ও ফুযালাদের সাথে সার্বিক যোগাযোগ ।
উপরোক্ত কাজগুলো ও দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সাত সদস্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ।
পরিশেষে আঞ্জুমানের দস্তারবন্দীর সফলতা কামনায় ও আঞ্জুমান ঢাকা মহানগরীর সভাপতি বিশিষ্ট লেখক সৈয়দ মাওলানা কফিল উদ্দিন সাহেবের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সভা শেষ হয় ।