রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ ভোর ৫:১৪
Home / মাহফিল / ঈদুল আজহার দিন বরুনা মাদরাসার আয়োজনে সহস্রাধিক অসহায়-দুঃস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হবে

ঈদুল আজহার দিন বরুনা মাদরাসার আয়োজনে সহস্রাধিক অসহায়-দুঃস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হবে

এহসান বিন মুজাহির, মৌলভীবাজার: কুতুবে দাওরান, শায়খে বর্ণভী (রাহ.) এর স্মৃতিবিজড়িত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার আয়োজনে আল খলীল এডুকেশন এন্ড কালচ্যারাল সেন্টার ও হেফাজতে ইসলাম ইউকের সহযোগীতায় প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান কেন্দ্র বরুণা মাদরাসাসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা এবং রাজধানীর বিভিন্ন স্থানে শতাধিক পশু জবাই করা হবে। জবাইকৃত কোরবানির পশুর গোশত দেশের বিভিন্ন এলাকার সহ¯্রাধিক গরীব-অসহায়-দুঃস্থদের মাঝে বিতরণ করা হবে। কোরবানির গোশত বিতরণ ২০১৫ সফলভাবে বাস্তবায়ন করতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরুণা মাদরাসা মিলনায়তনে এক জরুরি দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। বরুণা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা রশিদ আহমদ হামিদির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আল খলীল কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বরুণা মাদরাসার মুহাদ্দিস ক্বারী মাওলানা হিলাল আহমদ, হাফেজ মাওলানা নাজমুল হক, মাওলানা আদনান আলম হামিদি, হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন যুবায়ের, হাফেজ মাওলানা আহমদ বিন কাশেম, মাওলানা খালেদ মাহমুদ প্রমুখ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে মৌলভীবাজার শহর, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগন্জ, কুলাউড়ার বিভিন্ন উপজেলার পার্শ্ববর্তি এলাকাসহ হবিগন্জের নবিগন্জ, বানিয়াচং, বাহুবল, কামারগাও, মিরপুর, সিলেটের হেতিমগন্জের গহরর্পু, দিরাই, সুনাগন্জ, বিশ্বম্ভরপর এবং ঢাকা, চট্রগ্রাম, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, জামালগন্জ, নেত্রকোনা, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষিরা, ঝিনাইদহে গোশত বিতরণ করা হবে। আল খলীল কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা হিলাল আহমদ জানান, সারাদেশের প্রায় ৭০ টি স্থানে গরু ও খাশি কোরবানি দেয়া হবে। ৭০ টি কেন্দ্রে প্রায় দশ সহ¯্রাধিক গরীব-অসহায়, দুঃস্থ লোকদের মাঝে গোশত বিতরণ করা হবে। গোশত বিতরণ’১৫ সফলের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন আল খলীল কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় সভাপতি ক্বারী মাওলানা বদরুল আলম হামিদী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এহসান বিন মুজাহির, মৌলভীবাজার: ০১৭১০৪৩৮৬৬৮

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসার কারণেই দেশের মানুষ এত ধর্মপরায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল ৩ মার্চ শুক্রবার বিকালে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষক সমিতি এর ...