শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:০০
Home / আন্তর্জাতিক / ১০০০ ফিলিস্তিনির হজ খরচ বহন করলো সৌদি আরব

১০০০ ফিলিস্তিনির হজ খরচ বহন করলো সৌদি আরব

 

hajj-stampede-2সোদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবার ১০০০ ফিলিস্তিনিকে সরকারি খরচে পবিত্র হজ পালনের ব্যবস্থা করেছেন । তবে এই সুবিধা কেবল তারাই পেয়েছেন, যারা ইসরাইলের বিরুদ্ধে পরিচালিত ফিলিস্তিনের যুদ্ধে শহিদ পরিবারের সঙ্গে সম্পৃক্ত । (সূত্র : কুদস প্রেস)

সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী এ সম্পর্কে বলেন, “এই সকল ফিলিস্তিনি সম্মান ও শ্রদ্ধার পাত্র । কেননা, ফিলিস্তিনের ভূমি ও জেরুসালেমকে রক্ষার জন্যে যুদ্ধ করেছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন ।”

তিনি ফিলিস্তিনকে একটি আরব ইসলামি রাষ্ট্র বলে তার বক্তব্যে উল্লেখ করেছেন এবং এ ব্যাপারে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন । তিনি বলেন, “এ কারণেই আমাদের বাদশা ফিলিস্তিনি শহিদদের আত্মীয়দের হজ পালনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ।”

সূত্র : worldbulletin.net

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ বন্ধ করুন: আমেরিকাকে মুকতাদার হুঁশিয়ারি

কমাশিসা: ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদ্‌র তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের তীব্র ...