কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের নারী পুলিশ সদস্যরা এখন থেকে চাইলে হিজাব ব্যবহার করতে পারবে ইউনিফর্মের অংশ হিসাবে তারা হিজাব ব্যবহার করতে পারবেন।
কানাডার কর্তৃপক্ষ বলছে, মুসলিম নারীদের পুলিশের অংশগ্রহণ বাড়াতে তাদের এই সিদ্ধান্ত। কারণ এর ফলে কানাডার সমাজে জাতিবৈচিত্র বাড়বে।
রয়্যাল মাউন্টেড পুলিশ, যাদের মাউন্টিস নামেও ডাকা হয়, তারা লাল কোর্তা, কালো প্যান্ট, চামড়ার হ্যাট আর বুট পড়ে থাকেন। দুই শতক আগে থেকে চালু করা এই পোশাকের খুব কমই পরিবর্তন আনা হয়েছে।
শুধুমাত্র ১৯৯০ সাল থেকে শিখ কর্মকর্তারা মাথায় পাগড়ি পরার অনুমতি পেয়েছেন।
সৌজন্যে : বিবিসি