বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৫:১৬
Home / আন্তর্জাতিক / ইসলাম ও ফ্রান্সের সম্পর্ক নতুন করে গড়তে হবে : ফ্রান্স

ইসলাম ও ফ্রান্সের সম্পর্ক নতুন করে গড়তে হবে : ফ্রান্স

france_ফ্রান্সে কয়েকটি জিহাদি আক্রমণের ঘটনার পর সেদেশে মসজিদগুলোতে বিদেশী অর্থায়ন সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হচ্ছে।

এ কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, ইসলামের সাথে ফ্রান্সের সম্পর্ক নতুন করে গড়ার সময় এসেছে। লা মঁদ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মি. ভালস এ কথা বলেন।

তিনি আহ্বান জানান, যেন সকল ফরাসী ইমামকে বিদেশে প্রশিক্ষণ না দিয়ে বরং দেশের ভেতরেই প্রশিক্ষণ দেয়া হয়। মি. ভালসের কথায়, উগ্রপন্থার বিরুদ্ধে এই লড়াই হচ্ছে এ প্রজন্মের সবচেয়ে বড় দায়িত্ব।

গত ১৮ মাসে ফ্রান্সে যে কয়েকটি বড় বড় ইসলামী জঙ্গী আক্রমণ ঢ়টেছে – তা ঠেকাতে ব্যর্থ হবার জন্য ফরাসী সরকারকে ক্রমাগত সমালোচনা মুখোমুখি হতে হচ্ছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন ...