বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:২০
Home / আন্তর্জাতিক / ফ্রান্সে এক মুসলিম নারীর প্রতিবাদ

ফ্রান্সে এক মুসলিম নারীর প্রতিবাদ

downloadতথাকথিত জঙ্গিরা মানুষ হত্যা করে আর তাতে সবচেয়ে বেশি দুর্ভোগ বাড়ে নিরীহ সাধারণ মানুষের৷ ফ্রান্সে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিপদে পড়েছিলেন এক মুসলিম নারী৷ ঘাবড়ে না গিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন তিনি৷

গত ১৪ই জুলাই ছিল ফ্রান্সের জাতীয় দিবস৷ সেদিন নিস শহরে সন্ত্রাসী হামলায় ৮৪ জন মারা যায়৷ জানা গেছে, হামলাটি চালিয়েছিল তিউনিসীয় বংশোদ্ভুত এক ফরাসি ট্রাক চালক৷ জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠান শেষে ওই ব্যক্তি ট্রাক চালিয়ে ঢুকে পড়ে উৎসবস্থলে৷ জনতার ওপরই চালিয়ে দেয় ট্রাক৷ নির্বিচারে গুলিও চালাতে থাকে জনতার ওপর৷

বিশ্বের সব শান্তিপ্রিয় মানুষই নিন্দা জানিয়েছে এ হামলার৷ হামলার প্রতিবাদ এবং নিহতদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন আয়োজনও হয়েছে বিভিন্ন দেশে৷ ফ্রান্সে তেমন এক আয়োজনে হাজির হয়েই অপমানজনক আচরণের শিকার হয়েছিলেন এক মুসলিম নারী৷ শোক জানাতে আসা এক ব্যক্তি ওই মুসলিম নারীর উদ্দেশ্যে বলে ওঠে, ‘তুমি তোমার দেশে ফিরে যাও ।’

পাশ থেকে আরো কয়েকজন ওই ব্যক্তিকে সমর্থন দেয়৷ অথচ মুসলিম ওই নারী সেখানে গিয়েছেন তথাকথিত জঙ্গিদের প্রতি ঘৃণা আর জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে৷ তাঁকে ফ্রান্স ছেড়ে চলে যেতে বলায় ক্ষোভে ফেটে পড়েন তিনি৷ শুরুতে বিনীতভাবেই বলেন, ‘‘স্যার, ফ্রান্স আমার দেশ৷ এ দেশে আমি জন্ম নিয়েছি৷ এ দেশ ছেড়ে আমি কোথায় যাবো?”

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন ...