শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:০৫
Home / আন্তর্জাতিক / গাজায় পাতাল দেয়াল নির্মাণ করবে ইসরাইল

গাজায় পাতাল দেয়াল নির্মাণ করবে ইসরাইল

Gazaফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিচ দিয়ে দেয়াল নির্মাণ করবে ইহুদিবাদী ইসরাইল। এ দেয়াল নির্মাণ করলে গাজা উপত্যকাকে ওপর এবং নিচ -দু দিক দিয়েই দেয়াল দিয়ে ঘিরে ফেলা হবে।

হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ‘ইয়েদিয়োথ অহরনোথ’ এক প্রতিবেদনে বলেছে, মাটির নিচে কয়েক মিটার গভীর দিয়ে এ দেয়াল নির্মাণ করা হবে এবং মাটির ওপর থেকেও তা দেখা যাবে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার হুমকি থেকে বাচাঁর জন্য ইসরাইল এ পরিকল্পনা নিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। গাজা উপত্যকার ৯৬ কিলোমিটার এলাকা জুড়ে ইসরাইল এ দেয়াল নির্মাণ করবে এবং এজন্য ব্যয় হবে প্রায় ৬০ কোটি ডলার।

অহরনোথের খবরে বলা হয়েছে, এ পরিকল্পনা এরইমধ্যে প্রকাশের জন্য অনুমতি দেয়া হয়েছে তবে ইহুদিবাদী যুদ্ধ মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।#

সৌজন্যে : পার্সটুডে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...