ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিচ দিয়ে দেয়াল নির্মাণ করবে ইহুদিবাদী ইসরাইল। এ দেয়াল নির্মাণ করলে গাজা উপত্যকাকে ওপর এবং নিচ -দু দিক দিয়েই দেয়াল দিয়ে ঘিরে ফেলা হবে।
হিব্রু ভাষার দৈনিক পত্রিকা ‘ইয়েদিয়োথ অহরনোথ’ এক প্রতিবেদনে বলেছে, মাটির নিচে কয়েক মিটার গভীর দিয়ে এ দেয়াল নির্মাণ করা হবে এবং মাটির ওপর থেকেও তা দেখা যাবে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার হুমকি থেকে বাচাঁর জন্য ইসরাইল এ পরিকল্পনা নিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। গাজা উপত্যকার ৯৬ কিলোমিটার এলাকা জুড়ে ইসরাইল এ দেয়াল নির্মাণ করবে এবং এজন্য ব্যয় হবে প্রায় ৬০ কোটি ডলার।
অহরনোথের খবরে বলা হয়েছে, এ পরিকল্পনা এরইমধ্যে প্রকাশের জন্য অনুমতি দেয়া হয়েছে তবে ইহুদিবাদী যুদ্ধ মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।#
সৌজন্যে : পার্সটুডে