বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:৫৬
Home / আন্তর্জাতিক / সিরিয়ান ডাক্তারদের এভাবেই ইফতার করতে হয়

সিরিয়ান ডাক্তারদের এভাবেই ইফতার করতে হয়

Siriaসিরিয়ান ডাক্তারদের এভাবেই ইফতার করতে হয়। পরিবার সঙ্গে নয়, ইফতার করতে হয় আহত রোগীর সান্নিধ্যে অপারেশন থিয়েটারে। প্রতিদিন যেখানে নিহত হচ্ছে শতাধিক। হাসপাতালগুলোতে অসংখ্য আহত রোগীর ভিড়, সেখানে সুযোগ কোথায়। সুস্থতা দেয়ার মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু সার্জনরা তাদের দায়িত্ব পালনে ত্রূটি করছেননা, আলহামদুলিল্লাহ।

ইয়া আল্লাহ ! সিরিয়া সহ পৃথিবীর সকল দেশের মুসলমানদের স্বস্তি ও নিরাপত্তা নছিব করে দাও। আমাদের স্বর্ণালী দিনগুলো আবার এনে দাও ইয়া রব্বুল আ’লামীন।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...