এই প্রশ্নের সেই দিতে পারবে যার অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল থাকবে যে, আমার প্রতিপালক আল্লাহ তায়ালা।
২- দ্বিতীয় প্রশ্ন হবে— তোমার নবী কে?
এই প্রশ্নের সঠিক জবাব তো সে-ই দিতে পারবে, যে প্রতিটি কাজকের্মে নবীর স.পদাংক অনুসরণ করছে। যে খাওয়া দাওয়া, পোশাক-আশাক, চলাফেরা, মোটকথা— সব বিষয়েই নবীর তরিকার প্রতি যত্নবান হয়েছে, সে-ই বলবে— আমার নবী হজরত মুহাম্মাদ স.।
৩- তৃতীয় প্রশ্ন হবে— তোমার দীন কী ছিলো? সুতরাং ইসলাম সম্মত জীভন যাপন করবে যে ব্যক্তি, সে নির্দ্বিধায় উত্তর দেবে— আমার দীন ইসলাম।
সূত্র : আমল সে জিন্দেগি বনতি হ্যায়, পৃষ্ঠা ৪০
লেখক : জুলফিকার আহমাদ নকশবন্দি