বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:২২
Home / আমল / কবরের তিনটি প্রশ্ন ও জবাব

কবরের তিনটি প্রশ্ন ও জবাব

10308182_1412001145746258_3314543546565724922_n১-       প্রথম প্রশ্ন— তোমার রব কে?

এই প্রশ্নের সেই দিতে পারবে যার অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল থাকবে যে, আমার প্রতিপালক আল্লাহ তায়ালা।

২-       দ্বিতীয় প্রশ্ন হবে— তোমার নবী কে?

এই প্রশ্নের সঠিক জবাব তো সে-ই দিতে পারবে, যে প্রতিটি কাজকের্মে নবীর স.পদাংক অনুসরণ করছে। যে খাওয়া দাওয়া, পোশাক-আশাক, চলাফেরা, মোটকথা— সব বিষয়েই নবীর তরিকার প্রতি যত্নবান হয়েছে, সে-ই বলবে— আমার নবী হজরত মুহাম্মাদ স.।

৩-      তৃতীয় প্রশ্ন হবে— তোমার দীন কী ছিলো? সুতরাং ইসলাম সম্মত জীভন যাপন করবে যে ব্যক্তি, সে নির্দ্বিধায় উত্তর দেবে— আমার দীন ইসলাম।

সূত্র : আমল সে জিন্দেগি বনতি হ্যায়, পৃষ্ঠা ৪০

লেখক : জুলফিকার আহমাদ নকশবন্দি

 

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

তারাবীহ’র নামায ২০ রাকাত (১ম পর্ব)

মুফতী মাসুম বিন্নুরী:: (প্রথম পর্ব) ‘তারাবীহ’ শব্দটি আরবী শব্দ। এটা تَرْوِيْحَةٌ (তারবীহাতুন) এর বহুবচন। এর ...