শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:০৯
Home / দারস / বিবাদ মীমাংসা করা সদকাতুল্য ইবাদত

বিবাদ মীমাংসা করা সদকাতুল্য ইবাদত

ajobkobi_1313001001_4-196_ALONE_PRINCE_VIJعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: «كُلُّ سُلامَى مِنَ النَّاسِ عَلَيهِ صَدَقَةٌ، كُلَّ يَومٍ تَطلُعُ فِيهِ الشَّمْسُ : تَعْدِلُ بَينَ الاثْنَينِ صَدَقةٌ، وتُعِينُ الرَّجُلَ في دَابَّتِهِ، فَتَحْمِلُهُ عَلَيْهَا أَوْ تَرفَعُ لَهُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَيِّبَةُ صَدَقَةٌ، وبكلِّ خَطْوَةٍ تَمشيهَا إِلَى الصَّلاةِ صَدَقَةٌ، وتُميطُ الأذَى عَنِ الطَّريقِ صَدَقَةٌ».

অর্থ : আবু হোরায়রা রা. বলেন— রাসূলুল্লাহ স. বলেছেন— প্রতিদিন, যাতে সূর্য উদয় হয় (অর্থাৎ, প্রত্যেক দিন) মানুষের প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে প্রদেয় একটি করে সদকা রয়েছে। (শোনো,) দু’জন মানুষের মধ্যে তোমার মীমাংসা করে দেওয়াটাও সদকা, কোনো মানুষকে নিজ বাহনের উপর বসানো অথবা তার থেকে তার পণ্য উঠিয়ে নিয়ে সাহায্য করাও সদকা, ভালো কথা বলা সদকা, নামাজের জন্য ফেলা প্রত্যেক পদক্ষেপ সদকা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়াও সদকা।

[সহিহ বুখারি, হাদিস ২৭০৭]

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

তিন শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণির মানুষের ওপর আল্লাহর জান্নাত হারাম অর্থাৎ এই ...