খতিব তাজুল ইসলাম: আমার দেখা পৃথিবীর সুন্দরতম শহরের মাঝে একটি শহর তার্কির ইস্তানবুল। ১০হাজার বছরের ঐতিহ্যে লালিত এই ভুমির নৈসর্গিক সৌন্দর্য্য ভুলার নয়। মারমার সাগরের অববাহিকায় রোমান সাম্রাজ্যের লিলাভুমি উসমানিয়া খেলাফতের রাজধানী এই ইস্তানবুলের আধুনিক ছুয়া করেছে আরো বিকশিত। উন্নত যানবাহন চোখ ধাধানো পরিবেশ ফুল ও সবুজের সমারোহে গড়ে উঠা এই শহরের চির যৌবনা শরীর দেখে আপনি উৎফুল্ল না হয়ে পারবেন না। ইসলামের ইতিহাসের একমাত্র গুরুত্বপুর্ণ সংগ্রহশালা তুপাকাপি প্রাসাদের তুলনা দুনিয়াতে আর নেই।
সুলতান আহমদ মসজিদ পৃথিবীর প্রাচিনতম গীর্জা আয়া সুফিয়া সহ আরো অনেক নিদর্শন আছে যা অদ্বীতিয়। মারমার সগারে অত্যাধুনিক সাগর বিহার ও মনে রাখার মতো। সময় সুযোগে ছুটির ফাঁকে বেড়িয়ে আসুন ইস্তানবুল। জিয়ারত করে আসুন সাহাবির মাকবারা। আরো আছে অগণিত ওলি বুজুর্গ ও সুলতানদের সমাধি।