শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৫৮
Home / কওমি অঙ্গন / ‘স্বাধীনতার গান’ গেয়েছে জিনিয়াস কালচারাল গ্রুপ

‘স্বাধীনতার গান’ গেয়েছে জিনিয়াস কালচারাল গ্রুপ

কমাশিসা ডেস্ক::

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জিনিয়াস কালচারাল গ্রুপ আয়োজন করেছিল ভ্রাম্যমান কনসার্ট- স্বাধীনতার গান।

সকাল ৯টায় যাত্রাবাড়ি থেকে যাত্রা শুরু হয়ে রাজধানীর প্রেসক্লাব, কাকরাইল মোড়, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, উত্তরা, মিরপুর, খামারবাড়ি, ফার্মগেইট, টি এসসি মোড়, লালবাগ, গুলিস্তানসহ ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এই কনসার্টটি উদযাপিত হয়েছে।

বিশিষ্ট আলেমে দীন ও প্রবাসী খতিব তাজুল ইসলামের দিক নির্দেশনায় ও জিনিয়াস এর আহবায়ক ইয়াসিন আল ফারুকী ও সদস্য সচিব শাহ নেওয়াজ-এর পরিচালনায় প্রোগ্রামে উপস্থিত ছিলেন আহমদ হাবিব, আব্দুল আউয়াল, আবু তাহের, জিহাদুল ইসলাম আহনাফ, আমির হামজা, ইমতিয়াজ হাসান, আবু বক্কর সিয়ামসহ জিনিয়াস-এর সদস্য ও দায়িত্বশীলবৃন্দ।

রাজধানীর পথচারীরা জিনিয়াস শিল্পীদের সঙ্গীত শুনে মুগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন স্থানে তারা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

/এএম

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...